পিলখানার বিস্ফোরক মামলায় ২৩৯ বিডিআরের জামিন শুনানি শেষ, আদেশ ১৬ মার্চ

- আপডেট সময় : ০৭:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১০৫ বার পড়া হয়েছে
বনিআমিন, কেরানীগঞ্জ
পিলখানা হত্যা মামলায় সাজার মেয়াদ পূর্ণ করা আসামিদের মধ্যে বিস্ফোরক আইনের মামলায় ২৩৯ বিডিআর জওয়ানের জামিনের শুনানি শেষ। যাচাই বাছাই শেষে জামিন বিষয়ে ১৬ মার্চ রোববার আদেশ দিবেন বলে জানিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহীম মিয়ার আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ খান। এরপর তাঁকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ নিয়ে মামলায় আদালতে ২৮৭ জন সাক্ষ্য দেন। পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় ৮৩৪ জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন ১৭৮ জন।
শুনানি ঘিরে কারাগারের প্রধান ফটকে ভিড় করেন বিডিআর জাওয়ানদের স্বজনরা। এ সময় কারাগারে থাকা জাওয়ানদের জামিনের দাবিতে অবস্থান কমসূচী পালন করেন তারা। এদিকে, জামিন শুনানি বিলম্বিত হওয়ার জন্য একে অপরকে দায়ী করেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা।
পরে শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আসামিপক্ষ থেকে দ্বিতীয় দফায় ৪৬৫ জনের জামিন আবেদন করা হয়। এরমধ্য মৃত্যুদণ্ড প্রাপ্ত ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিসহ একজন আসামির পক্ষে দুই বারও জামিন আবেদন দাখিল করা হয়েছে। এগুলো যাচাই বাছাই করতেই জামিন আদেশের বিষয়টি বিলম্বিত হচ্ছে।’