ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামে আগামী শনিবার (১৫ মার্চ) ইপিআই কেন্দ্রসমূহে জাতীয় ভিটামিন ’এ’ ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম. গোলাম মোহাইমেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, এ বছর কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৭৩টি কেন্দ্রে মোট ৩লক্ষ ৩৪হাজার ৫০জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে এক বছরের নীচে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭হাজার ৮৬৬জন শিশুকে খাওয়ানো হবে নীল ক্যাপসুল এবং এক বছরের উপরে যাদের বয়স ১২ মাস থেকে ৫৯ মাস এমন ২ লক্ষ ৯৬হাজার ১৮৪জনকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল।

এজন্য সুপারভাইজারসহ ৩ হাজার ৯৮৩জন কর্মী কাজ করবেন। তিনি আরও বলেন, শিশু জন্মের ১ ঘন্টার মধ্যে শালদুধ খাওয়ানোসহ শিশুকে প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে।

শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী পরিমাণমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। এছাড়া কোনো শিশু যাতে এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সে লক্ষ্যে মসজিদগুলোতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামে আগামী শনিবার (১৫ মার্চ) ইপিআই কেন্দ্রসমূহে জাতীয় ভিটামিন ’এ’ ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম. গোলাম মোহাইমেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, এ বছর কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৭৩টি কেন্দ্রে মোট ৩লক্ষ ৩৪হাজার ৫০জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে এক বছরের নীচে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭হাজার ৮৬৬জন শিশুকে খাওয়ানো হবে নীল ক্যাপসুল এবং এক বছরের উপরে যাদের বয়স ১২ মাস থেকে ৫৯ মাস এমন ২ লক্ষ ৯৬হাজার ১৮৪জনকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল।

এজন্য সুপারভাইজারসহ ৩ হাজার ৯৮৩জন কর্মী কাজ করবেন। তিনি আরও বলেন, শিশু জন্মের ১ ঘন্টার মধ্যে শালদুধ খাওয়ানোসহ শিশুকে প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে।

শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী পরিমাণমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। এছাড়া কোনো শিশু যাতে এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সে লক্ষ্যে মসজিদগুলোতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।