ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৯৬ বার পড়া হয়েছে

ইয়ামিন পাটোয়ারী, কালিয়াকৈর

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

শনিবার (১৫ই মার্চ) সকালে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামা আশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক হলেন, ওবায়দুল ইসলাম (৪২)। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায় বলে জানা গেছে। নিহত বাকি দুইজনের মধ্যে একজন নারী রয়েছেন। নিহত অপর পুরুষের বয়স আনুমানিক ৬২ হবে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সিএনজি চালক ওবায়দুল ইসলাম শ্রীপুরের মাওনা থেকে একজন পুলিশ সদস্যসহ তিন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। নামা আশুলাই এলাকায় বিপরীতগামী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন।

স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩

আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ইয়ামিন পাটোয়ারী, কালিয়াকৈর

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

শনিবার (১৫ই মার্চ) সকালে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামা আশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক হলেন, ওবায়দুল ইসলাম (৪২)। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায় বলে জানা গেছে। নিহত বাকি দুইজনের মধ্যে একজন নারী রয়েছেন। নিহত অপর পুরুষের বয়স আনুমানিক ৬২ হবে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সিএনজি চালক ওবায়দুল ইসলাম শ্রীপুরের মাওনা থেকে একজন পুলিশ সদস্যসহ তিন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। নামা আশুলাই এলাকায় বিপরীতগামী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন।

স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।