বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরনার্থী শিবিরে পদদলিত হয়ে রোহিঙ্গা নাগরিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

কক্সবাজারের উখিয়া শরনার্থী শিবিরে এক মর্মান্তিক দুর্ঘটনায় রোহিঙ্গা নাগরিক নিয়ামত উল্লাহ (৪৩) মারা গেছেন। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে, তিনি নিয়ামত উল্লাহর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) রাতে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং হাজার হাজার রোহিঙ্গা নাগরিকের উপস্থিতিতে ঐতিহাসিক ইফতার অনুষ্ঠানের আগে এই দুর্ঘটনা ঘটে।

এতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও দুর্ঘটনাটি ঘটে, যা উপস্থিত সবাইকে মর্মাহত করেছে। শোক প্রকাশের পাশাপাশি, নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ক্যাম্পের কর্মকর্তারা জানান, এই ঘটনায় নিয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে, চিকিৎসাধীন অবস্থায় নিয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

আহত অন্য চার রোহিঙ্গা ব্যক্তির মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন, আর বাকি দুজনের অবস্থা স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রমজানের সংহতি ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোহিঙ্গা সম্প্রদায়কে ধন্যবাদ জানান। এদিন, প্রায় এক লাখ রোহিঙ্গা নাগরিক জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করেন।

 

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়