রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্ষণ রোধ করতে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করা যাবে না : ড. আসাদুজ্জামান রিপন শরনার্থী শিবিরে পদদলিত হয়ে রোহিঙ্গা নাগরিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক জুট ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার সাংবাদিক গ্রেফতার কুয়েতে জাতীয় পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসানের বিশ্ব জয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩ কুড়িগ্রামের সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক ৪৩ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা

ধর্ষণ রোধ করতে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই

সীতাকুণ্ড সংবাদদাতা
সারাদেশে চলমান ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে সীতাকুণ্ডের বানুরবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, ধর্ষণ রোধ করতে হলে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই।
এই মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের মতো ঘটনা ঘটছে, যেগুলো বন্ধ হওয়া উচিত। ধর্ষক ও নিপীড়কদের উপযুক্ত বিচার করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশের মানুষ একমত। অপরাধী যেই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীরা যাতে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও সহিংসতার শিকার না হতে হয় সে জন্য যা করা দরকার সরকারকে করতে হবে। ধর্ষণ রোধ করতে হলে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই। বক্তারা যেকোনো নারী নির্যাতনের ক্ষেত্রে ৩ কর্ম দিবসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিতের আইন পাশ করার দাবী জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলার সভাপতি মুশফিক ইলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জিকুর সঞ্চালনায়  মানববদ্ধনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুজিব উদ্দিন আল কাদেরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি আ. ল. ম কায়সান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ ফাহিম।
এই সময় আরো উপস্থিত ছিলেন যুল-ইয়ামিনের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ওসমান সাব্বির, সীতাকুণ্ড ছাত্রসেনার দেলাওয়ার হোসাইন,নিজাম উদ্দিন মুবিন, জোবায়ের হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়