সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা
মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিমান্ত বাজারে আয়োজিত ইফতার মাহফিলে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন। এতে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষকদলের আহবায়ক মোখলেছুর রহমান, দাওগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর সরকার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান সরকার, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল, বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিনসহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।