মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
তাসলিমা রত্না, সংবাদদাতা
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে থানার মামলা নং-১৪, তাং-১৬/৩/২৪ ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ মূলে চুরি যাওয়া একটি গরু, চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ী, ভোল্ট কাটার সহ আন্তঃ জেলা গরু চোর চক্রের ৬ (ছয়) সদস্যকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফকৃতরা হলেন- ছালেক আকন্দ ওরফে মালেক (৪৯), সাজেদুল ইসলাম সবুজ আকন্দ(২৬), মোস্তফা কামাল (৩০), তোজাম্মেল হক ওরফে তোজা (৩৮), মিনারুল ইসলাম (৩০), রেজাউল করিম (৪২)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা এবং গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন বলেন, একটি গরু, চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ী, ভোল্ট কাটার সহ আন্তঃ জেলা গরু চোর চক্রের ৬ (ছয়) সদস্যকে গ্রেফতার পূর্বক গতকাল সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলায় সকল ধরনের অপরাধমূলক কাজ বন্ধে অভিযান অব্যাহত আছে।