মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফুলবাড়িয়ায় জামায়াতের আলোচানা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সর্বত্র বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ প্রশ্নে হাইকোর্টের রুল ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ ব্যবস্থা বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, একজন গুলিবিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতায় একদিনের মধ্যেই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ : ভিডিও চিত্র ধারণ লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেফতার শেরপুরে কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার পটুয়াখালীতে গভীর রাতে ফলজ বাগান ও ফসলি জমি কেঁটে ঘেড় খননের চেষ্টা পুলিশ কর্মকর্তা মোল্যা নজরুল ও আব্দুল মান্নান সাময়িক বরখাস্থ

পুলিশ কর্মকর্তা মোল্যা নজরুল ও আব্দুল মান্নান সাময়িক বরখাস্থ

প্রলয় ডেস্ক

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্থ করা হয়েছে।  (১৬ মার্চ) সিনিয়র সচিব নাসিমুল গনির বরাতে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্থের তথ্য প্রকাশ করা হয়েছে। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপেক্ষিতে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। সেহেতু ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেহেতু, পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাপ্য হবেন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়