বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগরীতে ডাকাতির প্রস্ততি গ্রহন করাকালীন অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামের দিক-নির্দেশনায় সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমসহ ওসি মেহেদী হাসানের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা ইপসা গেইট এলাকায় পুলিশ অভিযানে যায়। এসময় এসআই কামরুলের নিরলস প্রচেষ্টায় ইপসা গেইটের সামনে ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫/১৬ জন ডাকাত ছুটাছুটি করে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে ০৩ জনকে আটক করে এবং অজ্ঞাতনামা ১২/১৩ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। উপস্থিত জনসাধারণের সামনে পর্যাপ্ত বৈদ্যুতিক আলো ও টর্চ লাইটের আলোতে সাবধানতার সাথে আটককৃতদের দেহ তল্লাশী করে খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৩.০০ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ০১টি স্টীলের সুইচ গিয়ার চাকু, ২৮ ইঞ্চি লম্বা ০১টি লোহার তৈরি ছুরি এবং ২১ ইঞ্চি লম্বা ১টি লোহার তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার নয়নপুর এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে সেলিম আহাম্মেদ (২৩), মুক্তাগাছা থানার আমোদপুর খাঁন বাড়া এলাকার মোঃ জাহেদ আলীর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (২৭) এবং শেরপুর সদর থানার জুগনীবাগ এলাকার মৃত সুলতানের ছেলে মোঃ হানিফ (৪২)।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তারা গভীর রাতে এই এলাকা সহ মহাসড়কের আশেপাশের এলাকায় বিভিন্ন অলিগলি ও মোড়ের সামনে দাঁড়িয়ে থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিক্সা ও ইজিবাইক যোগে যাতায়াতকারী যাত্রীদের থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আঘাত করে তাদের নিকট হতে নগদ টাকা-পয়সা, মোবাইল ফোন ও মালামাল ডাকাতি করে চলে যায়। মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের টার্গেট করে তাদের সর্বস্ব ডাকাতি করার উদ্দেশ্যে গিয়ার, চাপাতি, চাকু সহ বর্ণিত ঘটনাস্থলে অবস্থান নিয়েছিল। আসামীরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সংঘবদ্ধ ডাকাত চক্রটি বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে উঠেছে।
এঘটনায় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় সদর থানায় ৩৯ নং মামলাটি রুজু করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান পিপিএম জানান, চুরি, ছিনতাই, মাদক, ডাকাতিসহ যেকোনো অপরাধ দমনে সদর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।