বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা হাসপাতালে

ভুঞাপুর সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুরে শুকরের বাচ্চা নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির দুই নেতা। এ ঘটনায় দুজনই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সফিকুল ইসলামের মাধ্যমে জানা যায়, কয়েকদিন আগে শতাধিক শুকর নিয়ে উপজেলার যমুনা নদী সংলগ্ন কুঠিবয়ড়া এলাকায় গেলে, একটি গর্ভবতী শুকর দলছুট হয়ে কুঠিবয়ড়া এলাকার আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে ঐ শুকরটি একাধিক বাচ্চা প্রসব করে।

এক পর্যায়ে ঐ শুকরের দলের দেখাশুনাকারী খবর পেয়ে ঐ বাড়িতে আসে এবং সপ্তাহ খানেক সময়ের মধ্যে বাচ্চার সংস্পর্শে কাউকে যেতে নিষেধ করে। এতে ঐ পরিবারের সদস্যদের ক্ষতি হবার সম্ভাবনা থাকে বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে ধীরে ধীরে বাচ্চাগুলো

একটু স্বাভাবিক আকারে আসলে আলমগীর মোল্লার এক ভাতিজা আশিক মোল্লা পার্শ্ববর্তী একটি হিন্দু পরিবারের কাছে শুকরের বাচ্চাগুলো বিক্রি করে দেয়। পরে শুকরের দলের দেখাশুনাকারীরা খবর পেয়ে আবারো আলমগীর মোল্লার বাড়িতে আসে বাচ্চাগুলো নিতে। কিন্তু বাচ্চা বিক্রির কথা শুনে তারা এর বিচার চেয়ে চলে যায়।

এর পরিপ্রেক্ষিতে গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকির এগিয়ে আসলে তাদের সাথে ঐ শুকরের বাচ্চা বিক্রয়কারী আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার সাথে সফিকুল ইসলাম ফকিরের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সফিকুল ইসলাম ফকির ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হয়। এ ঘটনা নিয়ে গতকাল রাতে সফিকুল ইসলাম ফকির এবং তোতা মোল্লা হাসপাতালে ভর্তি হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার এ,কে,এম রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি,। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়