বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
নজরুল ইসলাম
ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক কমিটির নেতৃবৃন্দ , ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার শুশুতি নতুন বাজার মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে দলের নেতাকর্মী ও সমর্থকগন অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ মাস্টার।
উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সরকার কামালের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল ও মোফাজ্জল হোসেন মোফা, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল মালেক শাহীন, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবুল কাশেম, ছাত্রদলের সাবেক সভাপতি মোকলেছুর রহমান, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আ: মুন্নাফ, যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন মণ্ডল, দাওগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জোবায়ের আহমেদ নাসিম, যুবদল নেতা আনোয়ার হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের বিএনপির সাবেক নেতৃবৃন্দ, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল
ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।