সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
বিলাল উদ্দিন, কুয়েত সংবাদদাতা
বাংলাদেশ দূতাবাস, কুয়েতে বুধবার (২৬ মার্চ) “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫” উদযাপিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ওএসপি, এডব্লিউসি, পিএসসি, এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কুয়েত প্রবাসী বাংলাদেশী সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রদূত, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে দূতাবাসের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫” উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা’র প্রেরিত বাণী পাঠ করেন দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
বাণী পাঠ শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।পরিশেষে, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে যাঁরা আত্মত্যাগ করেছেন ও জুলাই-আগষ্ট অভ্যুথানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।