পাগলায় রাকিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

- আপডেট সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ১১৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহের পাগলা থানার ত্রিমোহী পল্টন মোড়ে সুপরিকল্পিত রাকিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধন করেছে এলাকাবাসী। গত ১৭ মার্চ রাতে মাটিঁকাটা ও বালু উত্তলন নিয়ে দ্বন্দ্বে সুপরিকল্পিত ভাবে এ্যালোপাথারী কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করা হয় মেহেদী হাসান রাকিব মন্ডল (২৬) কে। কিন্তু ১৪ দিন পার হলেও খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগ, হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও অজ্ঞাত কারণে গ্রেফতার করছে না গাপলা থানা পুলিশ।
বুধবার (২ এপ্রিল) সকালে গফরগাঁও উপজেলার পাগলা থানার ত্রিমোহী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকায় প্রদক্ষিণ করে।
মানব্বন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাকিবের বাবা মজিবুর রহমান, মাতা রেহেনা পারভিন, বড় বোন মনিরা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক৷ নাজিম উদ্দীন প্রধান (লালু মেম্বার), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির আলম পালোয়ান, আসাদুজ্জামান খান, বিএনপি নেতা সিদ্দিকুল আলম সরকার বুলবুল, মোকলেদ আকন্দ, তাজ উদ্দিন, কৃষক দল নেতা লিয়াকত আলী মন্ডল, আতিকুর রহমান শেখ, শামসুদ্দিন মীর, যুবদল নেতা মাসুদ রানা, মকিবুল হাসান, সোহেল মীর, মোফাজ্জল হোসেন জুয়েল, জাহাঙ্গীর হোসেন, নাঈম শেখ প্রমুখ। মানব্বন্ধনে সঞ্চালনা করেন, যুবদল নেতা মোহাম্মদ ওয়াদুদ মিয়া।
এসময় মানব্বন্ধনে রাকিব হত্যার সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। বক্তারা আসামি গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে ময়মনসিংহের পাগলা থানার ত্রিমোহীনি তললী এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে মেহেদী হাসান রাকিব মন্ডল (২৬) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন সাবিদ (২২) নামের আরও এক যুবক।
নিহত রাকিব মন্ডল তললী গ্রামের তেল ব্যবসায়ী মজিবুর রহমান মন্ডলের ছেলে। আহত ছাবিদ হাসান একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনার পরদিন নিহতের বাবা মজিবুর রহমান মন্ডল বাদি হয়ে ইয়াসিন খানকে প্রধান আসামী ও ১০ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন, জিয়াউল ইসলাম মৃধা, মোফাজ্জল হোসেন খান, পারভেজ শেখ (২৬), মিজো মিয়া (২৫), নজরুল শেখ (৫৫), জাহিদুল ইসলাম (২৪), তাইজু বেপারী (৩২), বেলাল বেপারী, মন্তাজ আলী।