ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / ১৭২ বার পড়া হয়েছে

রাজু আহমেদ,পূবাইল প্রতিনিধি

গাজীপুর মহানগরীর হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতা মেহেদী হাসান রিয়াজের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৩এপ্রিল) এঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিবুর রহমান পূবাইল থানার খিলগাঁও এলাকার মজিবুর রহমানের ছেলে। অভিযূক্তরা হল- মেহেদী হলেন পূবাইলের ৪১ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি, একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাওন মিয়া।

জানা যায়, কালীগঞ্জ রোডে ভুক্তভোগী ইজি বাইকটি গতিরোধ করে এবং ইজিবাইক চালক ও ছাত্রদল নেতার মধ্যে বাক বিতন্ডা হয়। এসময় মেহেদী, শাওন ও নাম না জানা কয়েকজন পরস্পর যোগসাজশে এই চালকের চোখ বেঁধে অমানবিক নির্যাতন চালায়। আশপাশের লোকজন ভুক্তভোগীর ডাকচিৎকারে এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। এছাড়াও ফেসবুক লাইভে এসে নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তা ও বিচার দাবি করে ৪১ নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়। এঘটনায় ভুক্তভোগী চালক নিজে বাদী হয়ে ছাত্রদল নেতাসহ ২/৩ জনকে আসামী করে জিএমপি’র পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী এই চালকের অভিযোগসহ আরো অভিযোগ এই থানায় পড়ে থাকে। কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণে অনীহা সংশ্লিষ্ট কর্মকর্তার।

এ বিষয়ে গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী হাসান সাংবাদিকদের জানান, গাড়ি সাইট করার কথা বললে হাবিবুর আমার কথা শোনেনি তাই আমি তাকে একটি থাপ্পড় দিয়েছি, তাকে মারধর করিনি, সে কিভাবে এমন আহত হলো আমার জানা নেই। তবে ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক কে মারধর এর বিষয়টি এড়িয়ে যায় এ ছাত্রদল নেতা।

গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন সাংবাদিকদের জানায়, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিচ্ছি, সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করুন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

রাজু আহমেদ,পূবাইল প্রতিনিধি

গাজীপুর মহানগরীর হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতা মেহেদী হাসান রিয়াজের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৩এপ্রিল) এঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিবুর রহমান পূবাইল থানার খিলগাঁও এলাকার মজিবুর রহমানের ছেলে। অভিযূক্তরা হল- মেহেদী হলেন পূবাইলের ৪১ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি, একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাওন মিয়া।

জানা যায়, কালীগঞ্জ রোডে ভুক্তভোগী ইজি বাইকটি গতিরোধ করে এবং ইজিবাইক চালক ও ছাত্রদল নেতার মধ্যে বাক বিতন্ডা হয়। এসময় মেহেদী, শাওন ও নাম না জানা কয়েকজন পরস্পর যোগসাজশে এই চালকের চোখ বেঁধে অমানবিক নির্যাতন চালায়। আশপাশের লোকজন ভুক্তভোগীর ডাকচিৎকারে এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। এছাড়াও ফেসবুক লাইভে এসে নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তা ও বিচার দাবি করে ৪১ নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়। এঘটনায় ভুক্তভোগী চালক নিজে বাদী হয়ে ছাত্রদল নেতাসহ ২/৩ জনকে আসামী করে জিএমপি’র পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী এই চালকের অভিযোগসহ আরো অভিযোগ এই থানায় পড়ে থাকে। কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণে অনীহা সংশ্লিষ্ট কর্মকর্তার।

এ বিষয়ে গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী হাসান সাংবাদিকদের জানান, গাড়ি সাইট করার কথা বললে হাবিবুর আমার কথা শোনেনি তাই আমি তাকে একটি থাপ্পড় দিয়েছি, তাকে মারধর করিনি, সে কিভাবে এমন আহত হলো আমার জানা নেই। তবে ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক কে মারধর এর বিষয়টি এড়িয়ে যায় এ ছাত্রদল নেতা।

গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন সাংবাদিকদের জানায়, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিচ্ছি, সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করুন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।