সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা সদরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খেলাফত মজলিসের তিন নেতা বহিষ্কার বড় ছেলে শিক্ষক তবুও বৃদ্ধ মায়ের জায়গা খোলা আকাশের নিচে কুড়িগ্রামে পৌর বিএনপির নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জমজমাট ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনবো : ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কুয়েতে ভারতীয় যুবকের হাতে নিজ দেশের এক নারীকে হত্যার অভিযোগ ঈদ পুনর্মিলনীতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে ‘লিটন আকন্দ’ গ্রুপ বিজয়ী মাওলানা মিজানুর রহমান মোল্লার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতা-কর্মীদের মিলন মেলা অস্বচ্ছল ও নিগৃহীত মানুষের কল্যাণে কাজ করে চলেছে সরকার : সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন

মাওলানা মিজানুর রহমান মোল্লার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতা-কর্মীদের মিলন মেলা

ওয়াহিদুজ জানান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি ও আল্লামা মামুনুল হকের মনোনীত ফরিদপুর – ৪ আসনে রিক্সা প্রতীকের আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা’র গ্রামের বাড়ি আজিমনগর ইউনিয়নের পুলিয়াতে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার নেতা কর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মাওলানা জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবু নাসির আইয়ুবী, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি সভাপতি মুফতি জাকির হোসাইন , বাংলাদেশ খেলাফত মজলিস চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন, মাওলানা মিজানুর রহমান ফরিদী, মাওলানা মাসুউদুর রহমান, মাওলানা রাকিব হাসান ওসমান,হাফেজ কারী মাহবুবুর রহমান, মাওলানা আবুল খায়ের সেলিম, মাওলানা তলহা, মাওলানা আবু ইউসুফ মৃধা, মাওলানা নুরুল ইসলাম।

ফরিদপুর – ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা বলেন, আমরা সকলেই যার যার জায়গা থেকে কাজ করে যাই, বাংলাদেশ খেলাফত মজলিসের সালাম পৌঁছে দেই তাহলে সাধারণ মানুষের মধ্যে ইসলাম ও খেলাফত নিয়ে যে ভয় ভীতি কাজ করে সেগুলো থাকবে না। তিনি আরও বলেন,আগামী সংসদ নির্বাচন হবে আগাছা মুক্ত নির্বাচন,জমিনে ভালোভাবে চাষাবাদ করলে যেমন আগাছা থাকে না,তেমনি সংস্কার করে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবে তারা সুন্দর ভাবে দেশ চালাতে পারবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়