সদরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খেলাফত মজলিসের তিন নেতা বহিষ্কার

- আপডেট সময় : ০৬:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ১৬৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বহিস্কৃত নেতারা হলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মূফতী মামুনুর রশিদ এবং প্রচার সম্পাদ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী।
শনিবার (৫ এপ্রিল) এক অফিস আদেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয। সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এবং সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।
সুত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে অশালীন মন্তব্য, রমজানের পূর্বে গঠিত কমিটিকে গ্রহণ না করা, দলের জেলা ও উপজেলা শাখার ইফতার মাহফিলে অংশগ্রহণ না করা এবং দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়ে থাকতে পারে।