হালুয়াঘাটে হাফেজ-মাওলানা ও মুফতিদের সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান

- আপডেট সময় : ০৭:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ২৪৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরের ৩য় দিন হাফেজ-মাওলানা ও মুফতিদের সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
নড়াইল ইউনিয়নের দুই- দুইবারের চেয়ারম্যান প্রার্থী ময়মনসিংহ উত্তর হালুয়াঘাট উপজেলার বিএনপি’র সম্মানিত সদস্য হারুনুর রশিদ হারুন এই আয়োজনটি করেন। ইতিপূর্বে এলাকায় কেউ কখনো কোনদিন এতগুলো হাফেজ-মাওলানা ও মুফতিদের নিয়ে অনুষ্ঠান করতে পারেননি। তিনি প্রতিজনকে ক্রেস্ট ও সম্মান স্বারক প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয় এবং ফিলিস্তিনি দের উপরে হামলার প্রতিবাদ জানানোসহ শহীদদের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মোনাজাত করেন।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১ আসনের হালুয়াঘাট ও ধোবাউড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে যদি তিনি ময়মনসিংহ -১ আসনের মনোনীত প্রার্থী হিসাবে দায়িত্ব পান তাহলে এলাকার সার্বিক উন্নয়ন সমাজের অবকাঠামো কঠিন ভাবে পদক্ষেপ নিবেন এবং সমাজের উন্নয়নমূলক কাজ করবেন সেই প্রতিশ্রুতি দিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।