টঙ্গীতে এসআই আরফানের বিরুদ্ধে মাদক কারবারিকে ছেড়ে দেওয়াসহ মাসোহারা গ্রহণের অভিযোগ

- আপডেট সময় : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১৯৪ বার পড়া হয়েছে
আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগরীতে মাদক কারবারিদের মাদকসহ আটকের পর ছেড়ে দেওয়াসহ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা গ্রহণের অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলীর বিরুদ্ধে। থানা এলাকায় মাদক কারবারিদের কাছ থেকে মাসোয়ারা গ্রহণ করে নির্বিঘ্নে মাদক ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে পুলিশের এই অসৎ অফিসার।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার সুরতরঙ্গ রোডের মাদবর বাড়ী গলি থেকে মাদক ব্যবসায়ী ইয়াছিনকে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তাৎক্ষণিক ইয়াছিন এসআই আরফানকে উৎকোচ প্রদান করলেই সাথে সাথে ছেড়ে দেওয়া হয় এই মাদক কারবারিকে। এমনকি সপ্তাহিক, মাসিক মাসোয়ারা এই এসআইকে প্রদান করলেই নির্বিঘ্নে মাদক ব্যবসায় করার সুযোগ করে দেওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা।
এবিষয়ে ইয়াছিন জানান, সন্দেহ জনক ভাবে তাকে গ্রেফতার করে ৪০ হাজার টাকা উৎকোচ প্রদান করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এসআই আরফান আলীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে উত্তর আউচপাড়া খা পাড়া এলাকার সাজ্জাদ নামের এক তরুণ জানান, এসআই আরফান সাহেব মাদক সংক্রান্তে তাকেও আটক করেছিল। সাজ্জাদের পরিবার ১০ হাজার টাকা এই এসআইকে প্রদান করলেই ছেড়ে দেয় এই তরুণকে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার এসআই আরফান আলী অস্বীকার করে দেখা করবেন বলে কৌশলে তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।
এবিষয়ে জানতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও উনি ফোন রিসিভ করে নি। ক্ষুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেন নি। পর্ব-১