কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক

- আপডেট সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে
প্রলয় ডেস্ক
সাম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শীর্ষক বিভ্রান্তিমুলক ভিডিও কন্টেন্ট এর প্রতিবাদ জানিয়েছে কারা অধিদপ্তর।
শনিবার (১২ এপ্রিল) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া)মো. জান্নাত-উল ফরহাদ সাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি জনৈক “তৌফিক মারুফ জার্নাল” নামক ইউটিউব চ্যানেলে প্রচারিত “কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা” শীর্ষক একটি বিভ্রান্তিমুলক ভিডিও কন্টেন্ট এর প্রতি কারা সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং এরুপ ভিত্তিহীন তথ্য প্রচারের বিপক্ষে কড়া প্রতিবাদ জানাচ্ছে। কারা সদর দপ্তর সকলকে দৃঢ়ভাবে জানাচ্ছে যে,এ ধরনের কোন ঘটনা কেরানীগঞ্জসহ দেশের কোন কারাগারে ঘটেনি এবং বাংলাদেশ জেল ভিআইপি বন্দিসহ সকল বন্দির নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সকলের অবগতির জন্য আরোও জানানো যাচ্ছে যে, নানাবিধ সীমাবদ্ধতা সত্বেও কারা কর্তৃপক্ষ বন্দিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা কারা অধিদপ্তরের রয়েছে।