সংবাদ শিরোনাম ::
ইসরাইলি পণ্য বর্জনের অঙ্গীকার ফরিদপুরে আইনজীবীদের

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ৫৮ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
ফরিদপুর শহরের জজকোর্ট প্রাঙ্গণে আইনজীবী ও আইনজীবী সহকারীদের সমন্বয়ে রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টায় ইসরাইলবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন, সারা জীবন ইসরাইলি পণ্য বয়কট করবেন তারা।
এ সময় বক্তারা ইসরাইলের বিরুদ্ধে সারা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। বক্তারা নেতানিয়াহুকে কাপুরুষ উল্লেখ করে বলেন, কাপুরুষ ছাড়া কেউ কখনো নিরীহ নারী ও শিশুদের ওপর এভাবে বর্বরোচিত হামলা চালাতে পারে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রেজাউল হোসাইন শামীম, এপিপি অ্যাডভোকেট সরোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহীন, আইনজীবী সহকারী জাহিদ হোসেন প্রমুখ।