ময়মনসিংহে নিউজ ষ্টুডিও উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম

- আপডেট সময় : ১০:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে দুর্গাবাড়ী রোডস্থ রাইট পয়েন্টে আনন্দ টিভি অফিসে বুধবার (১৬ এপ্রিল ) বিকাল ৪ ঘটিকায় নিউজ স্টুডিও উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।
নিউজ ষ্টুডিও শুভ উদ্ভোধন অনুষ্ঠানের আলোচনা সভার আয়োজক সাংবাদিক আলমগীর কবির উজ্জ্বল এর সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেসক্লাব সংস্কার কমিটির মূখ্য সংগঠক দৈনিক আজকের বসুন্ধরা চীফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের আহবায়ক এনামুল হক লিটন আকন্দ, প্রেসক্লাব সংস্কার কমিটির আহবায়ক, দৈনিক আজকের ময়মনসিংহ সম্পাদক প্রকাশক মোঃ শামসুল আলম খান, কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলী আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ।