কুয়েতে কুটনৈতিকদের সংবর্ধনা ও প্রীতি ভোজের আয়োজন

- আপডেট সময় : ০৪:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১২৩ বার পড়া হয়েছে
বিলাল উদ্দিন, কুয়েত সংবাদদাতা
বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে (১৬ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত ফরওয়ানিয়াস্হ ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশের স্বাধীনতার ৫৪ তম দিবস এবং জাতীয় দিবস উদযাপনের জন্য একটি জমকালো সংবর্ধনা ও প্রীতি ভোজ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বন্ধুত্বপূর্ণ দেশগুলিকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার এবং বিনিয়োগের সুযোগ সুবিধা উল্লেখ করে পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনার ওপর জোর দেন, বাংলাদেশ কে প্রাকৃতিক সৌন্দর্য এবং উষ্ণ আতিথেয়তার দেশ হিসেবে তুলে ধরেন।
তিনি সকলকে বাংলাদেশ সফর করতে এবং এর মোহনীয়তা অনুভব করতে উৎসাহিত করেন রাষ্ট্রদূত। কুয়েত রাজ্যের আইন মন্ত্রী নাসের ইউসুফ মোহাম্মদ আল-সুমাইত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও তাদের পত্নীগণসহ অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।
কুয়েতে রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, উচ্চপদস্থ কুয়েতি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের সদস্য, স্থানীয় প্রেস ও মিডিয়ার প্রতিনিধি এবং কুয়েতে বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যসহ ৪০০ জনেরও বেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।