ত্রিশাল থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ১২৭ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নে ত্রিশাল থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে সর্বস্তরের জনগণ ও বিশিষ্টজনদের এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ত্রিশাল সার্কেলের এএসপি অরিত সরকার, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা ইসলামি আন্দোলন সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ, উপজেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি মাওলানা এখলাস উদ্দিন, উপজেলা খেলাফত মজলিস সভাপতি, মাওলানা আবু তাহের, বাংলাদেশ জামাত ইসলামির ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন শাখার আমীর মাওলানা সারোয়ার হোসেন ফকির, আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক ফরাজী, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইদুল রহমান খোকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল থানার সেকেন্ড অফিসার ও এসআই মোস্তফা রুবেল।