মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মুক্তাগাছায় উদ্দেশ্যমূলক দায় চাপানোর প্রতিবাদে বিএনপির মানববন্ধন ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ : প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬৬ জুলাই গণহত্যা : শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে হাসিনা : অ্যাড. আব্দুস সালাম আজাদ সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর : উপদেষ্টা শারমীন তরমুজের স্বর্গরাজ্য নাজিরপুরের ভাসমান বাজার তারেক রহমান কোনো অন্যায় ও অবৈধ কাজের প্রশ্রয় দেন না : শামা ওবায়েদ ময়মনসিংহে ‘স্বদেশ সংবাদ অনলাইন পোর্টাল’ পরিদর্শনে তথ্য অধিদফতরের প্রতিনিধি দল ঈশ্বরগঞ্জে মহাশ্মশান ভাঙচুর ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও ইউএনও’র পদত্যাগ দাবি

বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্নে যা বললেন ট্যামি ব্রুস

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে একটি প্রশ্ন করেন।

সাংবাদিক জানান, বুধবার (২৩ এপ্রিল) একটি বাংলাদেশি-আমেরিকান গ্রুপ ন্যাশনাল প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্স আয়োজন করেছিল। ওই কনফারেন্সে, তারা যুক্তরাষ্ট্রের সরকার ও স্টেট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশকে দেওয়া মার্কিন সহায়তার অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা তদন্ত করা হোক।

এ বিষয়ে সাংবাদিক জানতে চান, স্টেট ডিপার্টমেন্ট কি কোনো তদন্ত শুরু করেছে। এর উত্তরে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‘আমি আবারও বলছি, যেকোনো বিষয়েই সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব এবং পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেব।’

এমন পরিস্থিতিতে, বাংলাদেশের সহায়তার অর্থের ব্যয় নিয়ে তদন্তের দাবি ওঠার পর স্টেট ডিপার্টমেন্ট থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা পদক্ষেপের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়