ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সদরপুরবাসীর ভালোবাসায় সিক্ত মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ১৪৫ বার পড়া হয়েছে

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লার প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা। নির্বাচনী আসনের তিনটি উপজেলায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দলীয় নেতাকর্মীদের নিয়ে।তারই ধারাবাহিকতায় সদরপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে সদরপুরবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে সদরপুর স্টেডিয়াম হতে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর-৪ আসনে রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা একসাথে উপজেলার প্রধান সড়কে হাটলাম ও সকলকে জানালাম বাংলাদেশ খেলাফত মজলিশের ছায়াতলে কাজ করবো আহ্বান জানালাম। আগামীতে আমাদের ভেতরে যেন কোন প্রকার বিভেদ বা দন্দ্ব তৈরী না হয়, মানুষের ইন্ধন যেন আমাদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতে না পারে সে কারণেই আজ আমরা দেখিয়ে দিলাম আমরা সকলে একইসুতায় গাঁথা।

তিনি বলেন, অন্যরা মানুষের কাছে যেভাবে দাওয়াত পৌছায় আমরাও আমাদের ব্যানার থেকে মানুষের কাছে সেভাবে আমাদের দাওয়াত পৌঁছে দিবো। আমরা সমস্ত ইসলামি দলগুলো একসাথে হয়ে আগামীদিনে যাতে এদেশে ইসলাম কায়েম করা যায়, ইসলাম প্রতিষ্ঠা করা যায় সে লক্ষে আমরা কাজ করে যাবো। আমরা আশাবাদী
আগামীতে সমস্ত ইসলামী দলগুলির একটা বাক্স হবে যেন ভোটের মাধ্যমে ইসলামী দলগুলো বিজয়ী হয়ে, বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিশ বিজয়ী হয়ে যেন এদেশের মানুষের সেবা করতে পারে।

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলির একটা বাক্স হবে, যে বাক্স হবে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বাক্স, সে বাক্স হবে কুরআনের শাসন প্রতিষ্ঠার বাক্স। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লামা মামুনুল হকের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে এই আসন থেকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো, যেন তিনি সংসদে কুরআনের কথা, ইসলামের কথা ও দেশের মেহনতি মানুষের কথা বলতে পারে।

নিউজটি শেয়ার করুন

সদরপুরবাসীর ভালোবাসায় সিক্ত মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা

আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লার প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা। নির্বাচনী আসনের তিনটি উপজেলায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দলীয় নেতাকর্মীদের নিয়ে।তারই ধারাবাহিকতায় সদরপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে সদরপুরবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে সদরপুর স্টেডিয়াম হতে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর-৪ আসনে রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা একসাথে উপজেলার প্রধান সড়কে হাটলাম ও সকলকে জানালাম বাংলাদেশ খেলাফত মজলিশের ছায়াতলে কাজ করবো আহ্বান জানালাম। আগামীতে আমাদের ভেতরে যেন কোন প্রকার বিভেদ বা দন্দ্ব তৈরী না হয়, মানুষের ইন্ধন যেন আমাদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতে না পারে সে কারণেই আজ আমরা দেখিয়ে দিলাম আমরা সকলে একইসুতায় গাঁথা।

তিনি বলেন, অন্যরা মানুষের কাছে যেভাবে দাওয়াত পৌছায় আমরাও আমাদের ব্যানার থেকে মানুষের কাছে সেভাবে আমাদের দাওয়াত পৌঁছে দিবো। আমরা সমস্ত ইসলামি দলগুলো একসাথে হয়ে আগামীদিনে যাতে এদেশে ইসলাম কায়েম করা যায়, ইসলাম প্রতিষ্ঠা করা যায় সে লক্ষে আমরা কাজ করে যাবো। আমরা আশাবাদী
আগামীতে সমস্ত ইসলামী দলগুলির একটা বাক্স হবে যেন ভোটের মাধ্যমে ইসলামী দলগুলো বিজয়ী হয়ে, বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিশ বিজয়ী হয়ে যেন এদেশের মানুষের সেবা করতে পারে।

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলির একটা বাক্স হবে, যে বাক্স হবে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বাক্স, সে বাক্স হবে কুরআনের শাসন প্রতিষ্ঠার বাক্স। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লামা মামুনুল হকের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে এই আসন থেকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো, যেন তিনি সংসদে কুরআনের কথা, ইসলামের কথা ও দেশের মেহনতি মানুষের কথা বলতে পারে।