মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ মুক্তাগাছায় উদ্দেশ্যমূলক দায় চাপানোর প্রতিবাদে বিএনপির মানববন্ধন ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ : প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬৬ জুলাই গণহত্যা : শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে হাসিনা : অ্যাড. আব্দুস সালাম আজাদ সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর : উপদেষ্টা শারমীন তরমুজের স্বর্গরাজ্য নাজিরপুরের ভাসমান বাজার তারেক রহমান কোনো অন্যায় ও অবৈধ কাজের প্রশ্রয় দেন না : শামা ওবায়েদ ময়মনসিংহে ‘স্বদেশ সংবাদ অনলাইন পোর্টাল’ পরিদর্শনে তথ্য অধিদফতরের প্রতিনিধি দল

তারেক রহমান কোনো অন্যায় ও অবৈধ কাজের প্রশ্রয় দেন না : শামা ওবায়েদ

সাইফুল ইসলাম মারুফ, স্টাফ রিপোর্টার

ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী কুমার নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন। শামা ওবায়েদ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অন্যায় ও অবৈধ কাজের প্রশ্রয় দেন না। আমিও কোনো অন্যায় ও অবৈধ কাজের সঙ্গে থাকবো না। অতএব কুমার নদ থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কুমার নদ আমাদের সম্পদ। এটাকে রক্ষা করতে হবে।

তিনি স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কুমার নদ থেকে বালু উত্তোলন নিয়ে যদি পত্রিকায় প্রতিবেদন না হতো, তাহলে বিষয়টি আমরা জানতাম না। প্রশাসনিক অভিযানের পরেও নাকি বালু উত্তোলন করা হয়। আমি এই প্রতিবেদনটি প্রকাশ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আমি জানি না কাদের ছত্রছায়ায় কুমার নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কিছু কিছু নাম পত্রিকায় উঠে এসেছে। তারা নাকি সবাই ম্যানেজ করে নাকি কুমার নদ থেকে বালু উত্তোলন করছেন। কাদেরকে ম্যানেজ করে বালু উত্তোলন করা হচ্ছে, এটা আমি দেখবো।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য শামা ওবায়েদ বলেন, আমি এই মাটির সন্তান হিসেবে কুমার নদ রক্ষা করা আমার অধিকার। আমি সকল নেতাকর্মীকে বলবো, কুমার নদ থেকে যারা বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। পুলিশ-প্রশাসনকে জানাবেন, যাতে যারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। তিনি আরো বলেন, যতদিন শহীদ জিয়ার সৈনিকেরা জীবিত আছে, ততদিন সালথা-নগরকান্দার মাটিতে আর কেউ বালু উত্তোলন ও অবৈধ কাজ কেউ করতে পারবে না।

এসব কাজে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আমি শুনেছি কুমার নদ থেকে যারা বালু উত্তোলন করছে, তারা ফরিদপুওে বিএনপির কিছু লোকের সাথে খাতির করছে। আমি স্পষ্টভাবে বলছি, ফরিদপুরে কোনো অবৈধ কাজ করতে দেওয়া হবে না।

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো. খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপি নেতা নুর মোহাম্মদ নুরু, যুবদল নেতা এনায়েত হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, আনিচুর রহমান তাজুল, সোহাগ, রাজ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়