ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

আক্তারুজ্জামান, নবীনগর সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল দ্বিতীয় দফায় দুই গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১জন নিহত ও উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় বাড়াইল গ্রামের কাইয়ুম মিয়াকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। সংঘর্ষে বাড্ডা গ্রামের মুন্সি বাড়ির মৃত শরিফ উদ্দিনের ছেলে আজিজ মিয়া (৬০) নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে, জানায়, গত (৩ এপ্রিল)  সকালে সলিমগঞ্জ বাজারের ইসাক মিয়ার দোকানে বাড্ডা গ্রামের ৪-৫ জন যুবক কমল পানি জাতীয় কোলড্রিংস খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে,এই নিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই খবর পেয়ে ৩এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন অতর্কিত হামলা করে বাড়াইল গ্রামের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও বেশকয়েকটি বাড়ি ভাঙচুর করে। এতে বাড্ডা গ্রামের জজ মিয়ার ছেলে শাহিন ও বাড়াইল বিএনপির নেতা আনোয়ার হোসেন, ইসাক মিয়াসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়।

এই ঘটনার পর থেকে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এমত অবস্থায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহযোগিতায় (১মে)বৃহস্পতিবার সমঝোতায় বসার কথা ছিল কিন্তু বাড্ডা গ্রামের লোকজন (২৯ এপ্রিল) মঙ্গলবার সকল ১০ টারদিকে বাড়াইল গ্রামের ৩টি সিএনজি শ্রীঘর বাজারে আটক করে সিএনজির ড্রাইভারদের ব্যাপক মারধর করে গুরুত্ব আহত করে।

পরে বাড্ডা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুপুর ২টারদিকে বাড়াইল গ্রামের তরুরাগ পাড় এলাকা দিয়ে প্রবেশ করে গ্রামের ভিতরে এসে অতর্কিত হামলা চালায়। এসময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে বেশকয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

এসময় বাড়াইল গ্রামের লোকজন তাদেরকে প্রতিহত করতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয় সংঘর্ষে লিপ্ত হয়। দুপক্ষের সংঘর্ষে চলার সময় বাড্ডা গ্রামের আজিজ মিয়া নামে একজন নিহত হন। উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

নবীনগর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, উভয় গ্রামের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

আপডেট সময় : ০৪:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

আক্তারুজ্জামান, নবীনগর সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল দ্বিতীয় দফায় দুই গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১জন নিহত ও উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় বাড়াইল গ্রামের কাইয়ুম মিয়াকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। সংঘর্ষে বাড্ডা গ্রামের মুন্সি বাড়ির মৃত শরিফ উদ্দিনের ছেলে আজিজ মিয়া (৬০) নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে, জানায়, গত (৩ এপ্রিল)  সকালে সলিমগঞ্জ বাজারের ইসাক মিয়ার দোকানে বাড্ডা গ্রামের ৪-৫ জন যুবক কমল পানি জাতীয় কোলড্রিংস খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে,এই নিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই খবর পেয়ে ৩এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন অতর্কিত হামলা করে বাড়াইল গ্রামের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও বেশকয়েকটি বাড়ি ভাঙচুর করে। এতে বাড্ডা গ্রামের জজ মিয়ার ছেলে শাহিন ও বাড়াইল বিএনপির নেতা আনোয়ার হোসেন, ইসাক মিয়াসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়।

এই ঘটনার পর থেকে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এমত অবস্থায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহযোগিতায় (১মে)বৃহস্পতিবার সমঝোতায় বসার কথা ছিল কিন্তু বাড্ডা গ্রামের লোকজন (২৯ এপ্রিল) মঙ্গলবার সকল ১০ টারদিকে বাড়াইল গ্রামের ৩টি সিএনজি শ্রীঘর বাজারে আটক করে সিএনজির ড্রাইভারদের ব্যাপক মারধর করে গুরুত্ব আহত করে।

পরে বাড্ডা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুপুর ২টারদিকে বাড়াইল গ্রামের তরুরাগ পাড় এলাকা দিয়ে প্রবেশ করে গ্রামের ভিতরে এসে অতর্কিত হামলা চালায়। এসময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে বেশকয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

এসময় বাড়াইল গ্রামের লোকজন তাদেরকে প্রতিহত করতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয় সংঘর্ষে লিপ্ত হয়। দুপক্ষের সংঘর্ষে চলার সময় বাড্ডা গ্রামের আজিজ মিয়া নামে একজন নিহত হন। উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

নবীনগর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, উভয় গ্রামের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।