সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে যথাযথ মর্যদায় মহান মে দিবস পালিত

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
বনিআমিন, কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান মে দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সাকালে শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে এমন প্রতিপাদ্য- শ্লোগান নিয়ে এক বর্ণাঢ্য র্যালী আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ।
বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। ঢাকা জেলার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সহকারি উপমহাপরিদর্শক তামান্না মাহমুদের সভাপতিত্বে এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ ফায়ার ব্রিগেডের অফিসার কামাল, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি,আটি বাজার বণিক সমিতির সভাপতি ও মালিক হাজী হুমায়ুন কবীর,প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান ওয়ালি উল্লাহ সেলিম ও মো. নাজির প্রমূখ।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বরে তথ্যচিত্র প্রদর্শন, শ্রমিক প্রতিনিধির বক্তব্য, মালিক প্রতিনিধি বক্তব্য ফটোসেশনসহ রক্তগ্রুপ নির্ণয় করা হয়। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নিহত শ্রমিকদের স্বরনে দোয়া মোনাজাত করা হয়। কর্মরত সকল শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে সেফটি দিবস পালন করা হয়