বিশ্ব গণমাধ্যম দিবসে দখলদারমুক্ত হলো সীতাকুণ্ড প্রেসক্লাব

- আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
সীতাকুণ্ড সংবাদদাতা
বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (৩ মে) ঐতিহ্যবাহী সীতাকুণ্ড প্রেসক্লাব দখলমুক্ত হয়েছে। সকালের দিকে স্থানীয় সাংবাদিকরা সংঘবদ্ধভাবে বহিরাগত দখলদারদের ক্লাব থেকে উচ্ছেদ করেন।
জানা গেছে, গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত দুই প্রার্থী চলতি বছরের ৭ ফেব্রুয়ারি শুক্রবার বহিরাগতদের সঙ্গে নিয়ে প্রেস ক্লাবের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এ সময় তারা ক্লাবের আসবাবপত্র ভাঙচুর করে, আলমারি ভেঙে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে এবং কিছু ডকুমেন্ট আগুনে পুড়িয়ে দেয়।
সংঘটিত ঘটনায় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মানবজমিন পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি আবদুল্লাহ আল ফারুক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় সীতাকুণ্ড প্রতিনিধি কাইয়ুম চৌধুরী সহ আরও কয়েকজন সাংবাদিক আহত হন। ফারুকের বাম চোখে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও নিন্দা দেখা দেয়।
প্রেস ক্লাব সভাপতি ফোরকান আবু বলেন, নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে হয়েছে। পরাজয়ের ক্ষোভ থেকেই প্রতিদ্বন্দ্বীরা দুষ্কৃতিকারীদের সহায়তায় দখল চালায়।
সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী বলেন, দখলদাররা ক্লাবের সম্পদ ধ্বংস ও অর্থ লুট করেছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়ক্ষতির হিসাব করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ক্লাব পুনরুদ্ধারের খবরে সীতাকুণ্ডের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে স্বস্তি নেমে আসে। এ সময় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের অভিনন্দন জানান।