জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই : গয়েশ্বর

- আপডেট সময় : ০২:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
বনিআমিন, কেরানীগঞ্জ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন|
শুক্রবার (২ মে) বিকেল ৫টায় তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর স্বর্গপুরী দেব মন্দিরের অষ্টকালীন লীলা কীর্তন ও বৈষ্ণব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের আন্দোলন হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, যাতে করে জনগণ বিনা বাধায় ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি ভোট দিতে পারে। আমরা আশা করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হব।
তিনি আরো বলেন, ১৬ বছর কেরানীগঞ্জের উন্নয়নের নামে যত বরাদ্দ এসেছে, সেই টাকায় কোনো উন্নয়নমূলক কাজ না করে আওয়ামী লীগ নেতাকর্মীরা তা পকেটে ভরেছে। বিদেশ এবং দেশের ভেতর থেকে ষড়যন্ত্রকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সোচ্চার থাকতে হবে।
স্বর্গপুরী দেব মন্দিরের সভাপতি মনোরঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান মিয়াসহ অন্যান্য নেতারা|