এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই : ময়মনসিংহে প্রধান নির্বাচন কমিশনার

- আপডেট সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
সুমন ভূট্টাচার্য, ময়মনসিংহ ব্যুরো প্রধান
এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (০৫ মে) সকালে, ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যেকোন সিদ্ধান্ত এককভাবে নয়, নির্বাচন কমিশন সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে এই কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।
সিইসি আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ অংশ নেন|
প্রলয়/মোমিন তালুকদার