কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমারের ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০১:০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ৬৫ বার পড়া হয়েছে
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন দুধকুমার নদের ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ ইউনিয়নের কয়েকশত অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন, ভাঙন কবলিত এলাকার কৃষক হাকিমুদ্দিন ফকির, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য জলিল মন্ডল, স্থানীয় বিএনপি নেতা আরিফ মন্ডল, ডাঃ আমজাদ আলী, আরিফ মন্ডল, ব্যবসায়ী আব্দুল আজিজ ও আবদুল মালেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, দুই বছর ধরে দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙ্গনে ইউনিয়নের বালাডোবা, রসুলপুর, সরকার পাড়া, উত্তর বালাডোবা, মশালের চর, ব্যাপারী পাড়া এলাকার অন্তত এক হাজার বসতভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনে নদী গর্ভে চলে গেছে তিন শতাধিক ফসলি জমি সহ গ্রামীণ সড়ক। ভাঙনের হুমকীতে রয়েছে ইউনিয়নের রসুলপুর মারকাজ জামে মসজিদ, রসুলপুর আলহাজ্ব রোস্তম আলী নূরানি হাফেজিয়া মাদ্রাসা, রসুলপুর ঈদগাহ মাঠ, বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুদির কুটি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, মোল্লারহাট বাজার সহ কড্ডার মোড় এলাকা। ভাঙ্গনরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে ইউনিয়নটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা সহ ভাঙনে ক্ষতিগ্রস্তরা। এ অবস্থায় ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেন তারা।
প্রলয়/নাদিয়া ইসলাম