ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় ইতালি প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ

ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার ফরিদপুর
  • আপডেট সময় : ০২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ৪১৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্রি গ্ৰামে ইতালি প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লক্ষ টাকা লুটে নেওয়াসহ বাড়িতে থাকা বিভিন্ন মুল্যবান আসবাবপত্র ভাঙচুর করা হয়।

শুক্রবার দিবাগত গভীর রাতে ভবনের জানালার গ্রিল ভেঙ্গে ৩০/৪০ জনের একদল দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

এই বিষয়ে ভুক্তভোগী ইতালি প্রবাসী লিটন মাতুব্বরের স্ত্রী হিরা আক্তার বলেন, আমাদের গ্রামে কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আমারা বিরোধী দলে থাকায় আজ রাতে আমাদের বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পুরো বাড়ি ঘর ভাঙচুর করে এছাড়াও নগদ ১০ লক্ষ টাকা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় আমি থানায় আভিযোগ দায়ের করতে যাবো। আমি এই ঘটনার বিচার ও আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাই।

উল্লেখ্য গত ৪ মে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন কুদ্দুস মোল্লা এবং আহত হন অনন্ত ৪০ জন। পরবর্তীতে এই ঘটনায় নিহতের ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই ধাপে ধাপে একাধিক বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এবিষয়ে ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, খবর পেয়েছি ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় ইতালি প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্রি গ্ৰামে ইতালি প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লক্ষ টাকা লুটে নেওয়াসহ বাড়িতে থাকা বিভিন্ন মুল্যবান আসবাবপত্র ভাঙচুর করা হয়।

শুক্রবার দিবাগত গভীর রাতে ভবনের জানালার গ্রিল ভেঙ্গে ৩০/৪০ জনের একদল দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

এই বিষয়ে ভুক্তভোগী ইতালি প্রবাসী লিটন মাতুব্বরের স্ত্রী হিরা আক্তার বলেন, আমাদের গ্রামে কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আমারা বিরোধী দলে থাকায় আজ রাতে আমাদের বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পুরো বাড়ি ঘর ভাঙচুর করে এছাড়াও নগদ ১০ লক্ষ টাকা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় আমি থানায় আভিযোগ দায়ের করতে যাবো। আমি এই ঘটনার বিচার ও আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাই।

উল্লেখ্য গত ৪ মে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন কুদ্দুস মোল্লা এবং আহত হন অনন্ত ৪০ জন। পরবর্তীতে এই ঘটনায় নিহতের ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই ধাপে ধাপে একাধিক বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এবিষয়ে ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, খবর পেয়েছি ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।