চাকরি ও ভর্তির প্রশ্নফাঁস: ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪

- আপডেট সময় : ০৫:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৮২ বার পড়া হয়েছে
প্রলয় ডেস্ক
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ রায় দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের সাতজনের ৪ বছর এবং তিনজনের ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ১১৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ২০১৭ সালের ২০ অক্টোবর দুটি আবাসিক হলে সিআইডি অভিযান চালিয়ে প্রশ্নফাঁসের ঘটনায় মামুন ও রানা নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরীক্ষার হল থেকে গ্রেফতার হন রাফি নামে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী।
প্রশ্নফাঁসে জড়িত থাকার দায়ে ওইদিন শাহবাগ থানায় ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারা ও ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৯ (খ) ধারায় মামলা করে সিআইডি।