ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রুদাসপুরে ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, আটক ৩

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

নাটোরের গুরুদাসপুরে ডাকাতদলের হামলায় হারেজ আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন হারেজ আলীর স্ত্রী ওলেদা বেগম (৭০)। এই ঘটনায় সন্দেহভাজন ৩ ডাকাতকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বৃ-চাপিলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন।

চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, মঙ্গলবার ভোরের দিকে হারেজ আলীর বাড়িতে প্রবেশ করে ৪ ডাকাত। সশস্ত্র অবস্থায় ডাকাতরা ডাকাতির চেষ্টা করলে বাধা দেন হারেজ আলী ও তার স্ত্রী।

এসময় ডাকতরা তাদের কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হারেজ আলী। এলাকাবাসী ওলেদা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০) কে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উজ্জ্বল হোসেন বলেন, নিহত হারেজ আলী ২ ছেলের মধ্যে এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। অপর ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন।

নিউজটি শেয়ার করুন

রুদাসপুরে ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, আটক ৩

আপডেট সময় : ০১:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

নাটোরের গুরুদাসপুরে ডাকাতদলের হামলায় হারেজ আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন হারেজ আলীর স্ত্রী ওলেদা বেগম (৭০)। এই ঘটনায় সন্দেহভাজন ৩ ডাকাতকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বৃ-চাপিলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন।

চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, মঙ্গলবার ভোরের দিকে হারেজ আলীর বাড়িতে প্রবেশ করে ৪ ডাকাত। সশস্ত্র অবস্থায় ডাকাতরা ডাকাতির চেষ্টা করলে বাধা দেন হারেজ আলী ও তার স্ত্রী।

এসময় ডাকতরা তাদের কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হারেজ আলী। এলাকাবাসী ওলেদা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০) কে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উজ্জ্বল হোসেন বলেন, নিহত হারেজ আলী ২ ছেলের মধ্যে এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। অপর ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন।