ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে আড়িয়াল খাঁ নদে যৌথবাহিনীর অভিযানে ৬ ড্রেজার জব্দ, আটক ৩

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৭০৮ বার পড়া হয়েছে

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার বেস্টিত আড়িয়াল খাঁ নদে যৌথ বাহিনীর অভিযানে বালু উত্তোলনের দায়ে ৬টি অবৈধ ড্রেজার জব্দ সহ ৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাতভর যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেন ।

এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ হোসেন জানিয়েছেন, আড়িয়াল খাঁ নদীতে বহুদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন (ড্রেজিং) চলে আসছে একটি চক্র ।

গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন শনিবার রাত সাড়ে ১১ থেকে সকাল ৬টা পর্যন্ত ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযান চলানো হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি তিনি জানান, আড়িয়াল খাঁ নদে অভিযানে মোট ৬টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং এসময় ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অভিযানের ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নদী রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে আড়িয়াল খাঁ নদে যৌথবাহিনীর অভিযানে ৬ ড্রেজার জব্দ, আটক ৩

আপডেট সময় : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার বেস্টিত আড়িয়াল খাঁ নদে যৌথ বাহিনীর অভিযানে বালু উত্তোলনের দায়ে ৬টি অবৈধ ড্রেজার জব্দ সহ ৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাতভর যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেন ।

এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ হোসেন জানিয়েছেন, আড়িয়াল খাঁ নদীতে বহুদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন (ড্রেজিং) চলে আসছে একটি চক্র ।

গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন শনিবার রাত সাড়ে ১১ থেকে সকাল ৬টা পর্যন্ত ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযান চলানো হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি তিনি জানান, আড়িয়াল খাঁ নদে অভিযানে মোট ৬টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং এসময় ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অভিযানের ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নদী রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে বলে জানান তিনি।