বদলগাছীতে রোপা আমন ধানসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ

- আপডেট সময় : ০৮:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ১৬২ বার পড়া হয়েছে
আশিক হোসেন, বদলগাছী
নওগাঁর বদলগাছীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানসহ বিভিন্ন ফসল, ফল, শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২৯শে জুন রবিবার বিকালে বদলগাছী উপজেলা কৃষি অফিস হলরুমে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। এসময় কৃষক প্রতি রোপা আমনের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ প্রতি প্রতিষ্ঠানে ৫টি তালের চারা ও ৫টি নারিকেল চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলামসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক ও উপকারভোগী প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে পর্যায়ক্রমে মোট ১ হাজার ৭২০ জন কৃষকের মাঝে উক্ত প্রণোদনা বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে মোট নারিকেল চারা ২৩০ টি, তালের চারা ১৩০ বিতরণ করা হবে।