ময়মনসিংহে ইন্সপেক্টর আবুল হোসেনের নেতৃত্বে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

- আপডেট সময় : ০১:৩০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ১৫২ বার পড়া হয়েছে
সুমন ভূট্যাচার্য, ময়মনসিংহ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে অফিসার ফোর্স অভিযানে চোরাই মোটরসাইকেলসহ একজন চোরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাইতুল হোসেন জিহাদ, সাং- আকুয়া মোড়লপাড়া (হাবুন বেপারী মোড়)। জানা যায়, গতকাল বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে জেলা স্কুল মোড় এলাকার “উজ্জ্বল অটো” নামক দোকানের সামনে থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাইতুল হোসেন জিহাদকে নজরদারিতে রাখা হয়েছিল। অভিযান পরিচালনার সময় চোরাই মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেন জানান, “আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।