মুক্তাগাছায় প্রণোদনার সার-বীজ বিতরণ

- আপডেট সময় : ০৯:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১৪৩ বার পড়া হয়েছে
মুক্তাগাছা সংবাদদাতা
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের চত্বরে উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন এর সভাপতিত্বে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে খরিপ-২ (২০২৪-২৫) মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৮০ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এবং ৩০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
এসময় উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা তানভীর আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার পৃতিশ চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুন নাহার মিতুসহ উপ-সহকারী কৃষি অফিসার ও সুবিধাভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।