সিংড়ায় স্বেচ্ছাসেবী মিলনমেলার উদ্বোধন

- আপডেট সময় : ০৩:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। নাটোর ব্লাড ডোনার ইয়ুথ গ্রুপের আয়োজনে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের নির্বাহী পরিচালক খন্দকার উল্লাসের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস, মিস্টার বিন খ্যাত রাসেদ শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উদ্যোক্তা আব্দুল মোন্নাফ, স্বেচ্ছাসেবী মিলনমেলা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান, ম্যাজিসিয়ান রাশেদ শিকদার প্রমুখ। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন।
এর আগে সকাল থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় এবং শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়।