তিলোত্তমা তোমার জন্য প্রতিবাদী সমাবেশ

- আপডেট সময় : ১১:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৩ বার পড়া হয়েছে
সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
ধর্মতলার ডরিনা ক্রসিং ও মেট্রো চ্যানেলের সংযোগ স্থলে, দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, জনচেতনা মঞ্চের ডাকে, তিলো তোমাকে সামনে রেখে, দ্রোহের উৎসব করলেন।
এই সমাবেশে উপস্থিত ছিলেন, শিল্পী ,সাহিত্যিক, কবি, অভিনেতা, অভিনেত্রী, আইনজীবী, ডক্টরস অন্যান্যরা, প্রায় কয়েকশো প্রতিবাদী কন্ঠস্বর উঠে এসেছিল এই সমাবেশে, তারা বলেন আর দয়া নয়, দাবী আদায়ের পালা এবং দোষীদের শাস্তি আমরা চাই, কোন বদলি নয়, মহামান্য আদালত দোষীদের সাজা দিক, আমাদের মেয়ে তিলোত্তমা তবেই শান্তি পাবে, পরিবার শান্তি পাবে,এখনো সেই মরেনি, এখনো সে পুড়েনি, আমাদের মধ্যে রয়েছে, শাস্তি পাবে দোষীরা যেদিন সে পুড়বে। আমরা দুর্গাপূজায় উৎসব করবো সেটা আমাদের উৎসব হবে এবারে দ্রোহের উৎসব।
মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও পরিচালক মানসী সিনহা, উপস্থিত ছিলেন নাট্যজগতের স্বনামধন্য পরিচালক চন্দন সেন, অভিনেতা দেবদূত, এছাড়া উপস্থিত ছিলেন মহা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর, আজি করের প্রাক্তন ডক্টর প্রবীরবাবু, যিনি ১৪ তারিখের ঘটনায় আহত হয়েছিলেন, উপস্থিত ছিলেন নাট্য জগতের ব্যক্তিরা, শিল্পীরা, উপস্থিত ছিলেন মঞ্চে আইনজীবীরা।
বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, পথনাটিকার মধ্য দিয়ে, বিদ্রোহের সংগীতকে, প্রতিবাদ জানান।
একে একে সকলে তীব্রভাবে আক্রমণ করতে থাকেন রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, তারা পরিষ্কার জানিয়ে দেন, আস্তে আস্তে পায়ের মাটি সরছে ,এখনো সময় আছে, বাংলার দিকে নজর রাখুন, বাংলার মানুষের কথা ভাবুন। উন্নয়নের বিচার করুন, নচেৎ আমরা বিদ্রোহের মধ্য দিয়ে তিলোত্তমার অধিকার আদায় করে নেব, কিছুকে বদলি করিয়ে সাধারণ মানুষকে আর আমি ভোলাতে পারবেন না।
সাধারণ মানুষ বুঝে গেছে, কোনটা সঠিক, বাড়ির মা-বাবারা পথে নেমেছে।, বিশ্বজুড়ে আন্দোলন চলছে, আর অরাজকতার সৃষ্টি করবেন না, আপনি একজন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হয়ে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন, সাধারণ মানুষ আর মেনে নিতে পারছে না, তাই আমাদের দাবি আমরা আদায় করে নেবো, কিছুকে বদলি নয় দোষীদের শাস্তি চাই।
মহামান্য আদালতের কাছেও আশা রাখছি ন্যায়বিচার করবেন ,দোষীদের আড়াল না করে তাদেরকে সাধারণ মানুষের সামনে তুলে আনবেন ও শাস্তি দেবেন, আমরা এই আন্দোলন থেকে আশা রাখছি।
আমরা এবারে পুজোতে উৎসব করব ,সে উৎসব হবে দ্রোহের উৎসব, সন্ধ্যা ৭ টা পর্যন্ত এক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরলেন তিলো তোমার স্বপ্ন, ও তিলোত্তমা নৃশংস খুনের কাহিনী, বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক ডক্টরস আইনজীবীরা এসে উপস্থিত হন। তাই আমরা আর উই ওয়ান্ট জাস্টিস চাইনা, দাবী আদায় করবো।