ভারতের পুশ ইন বন্ধ করতে হবে

- আপডেট সময় : ০১:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিগত কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের পক্ষ থেকে পুশ ইন করা হচ্ছে। গত কয়েক দিনে বলপূর্বক কয়েকশত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। যা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্তের জন্য হুমকি স্বরূপ।
শনিবার সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে, জাগপা ছাত্রলীগের ‘কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও পরিচিতি’ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ভারতের এ ধরনের নির্লজ্জ আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সীমান্তবর্তী জেলাগুলোতে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সাথে ছাত্র জনতাকেও পাহারা দিতে হবে। যে কোন মূল্যে ভারতের পুশ ইন বন্ধ করতে হবে।
জাগপা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে রাশেদ প্রধান বলেন, আপনারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন একইভাবে এখন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্তের জন্য লড়াই করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগমুক্ত বাংলাদেশে আমরা ভারতের দাদাগিরি মেনে নিব না।
জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভির সঞ্চালনায় পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক হুসাইন মোহাম্মাদ জামাল আখন্দ, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, মো: নূর ইসলাম, শাহাদাৎ হোসেন সেলিম,আশফাকুর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, সাদিক হুসাইন, মেহেদী হাসান বাইজিদ,শাহেদ আলম, দপ্তর সম্পাদক এস কে আরিয়ান শরীফ, প্রচার সম্পাদক মো: সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মো:ছগিরুল ইসলাম সিয়াম,শিক্ষা সম্পাদক আদিবা খানম, গবেষণা সম্পাদক মোহাম্মাদ আরিফ হোসাইন, সংস্কৃতি সম্পাদক মো: মারুফুল ইসলাম, তথ্য-প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান মিজান, ধর্ম সম্পাদক মো: মাহবুব, সাহিত্য সম্পাদক আজিজার রহমান আনিস,পাঠাগার সম্পাদক: সজিব আহমেদ, ক্রীড়া সম্পাদক: আল-আমীন রেজা, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক: মো: সিরাজুল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মো: ফয়সাল প্রমুখ।
প্রলয়/নাদিয়া ইসলাম