ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৩ বার পড়া হয়েছে

ছবি অনলাইন সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পুলিশ নয়, এখন সাধারণ জনগণ মামলা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে পুলিশ মামলা দিতো, ১০ জনের নাম দিয়ে ১০০ জনের নাম দিতো অজ্ঞাত। কিন্তু এই সময়ে পুলিশ কোনো মামলা দিচ্ছে না, সাধারণ পাবলিকরা দিচ্ছে।

তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করতে সাধারণ জনগণকে বলতে হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়। তদন্ত ছাড়া কাউকেই গ্রেপ্তার না করতে বলা হয়েছে।

মবজাস্টিস রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক।

তিনি বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোর্পদ করতে হবে।

জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের প্রত্যাশা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় বিষয় নিয়ে সভায় আলাপ-আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুলিশ নয়, এখন সাধারণ জনগণ মামলা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে পুলিশ মামলা দিতো, ১০ জনের নাম দিয়ে ১০০ জনের নাম দিতো অজ্ঞাত। কিন্তু এই সময়ে পুলিশ কোনো মামলা দিচ্ছে না, সাধারণ পাবলিকরা দিচ্ছে।

তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করতে সাধারণ জনগণকে বলতে হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়। তদন্ত ছাড়া কাউকেই গ্রেপ্তার না করতে বলা হয়েছে।

মবজাস্টিস রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক।

তিনি বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোর্পদ করতে হবে।

জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের প্রত্যাশা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় বিষয় নিয়ে সভায় আলাপ-আলোচনা হয়েছে।