সরকারি পেনশনার্স সমিতির ছয় দফা দাবীতে সমাবেশ

- আপডেট সময় : ০৯:৪৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ৯১ বার পড়া হয়েছে
সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
রানি রাসমণি রোডে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির আহবানে ছয় দফা দাবিতে এক বিশাল সমাবেশ ও মুখ্য সচিবকে ডেপুটেশন দিলেন।
সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন সাংসদ ও আইন জীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রাজ্য কো অডিনেশন কমিটির বিশ্বজিৎ গুপ্তচৌধুরী, সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির অরুণা ঘোষ, যুগ্ম আহ্বায়ক ১২ই জুলাই কমিটির সুমিত ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন হরিদেব চক্রবর্তী, এবং সভাপতি খগেন্দ্র নাথ চক্রবর্তী সহ অন্যান্যরা।
আর জি কর হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে তীব্র ধিক্কার জানান, দোষীদের বিচার ও শাস্তি দাবী করেন, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, মহামান্য সুপ্রিম কোর্ট দোষীদের সঠিক তদন্ত শাস্তি দেয়, সারাদেশে যেন এই রকম নারকীয় ঘটনা ঘটাতে কেউ সাহস না পায়, মেয়েটির বাবা মা যেন মেয়ের ন্যায্য বিচার পাই। এর সাথে সাথে সভা শুরু করার আগে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
একদিকে যেমন মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র ধিক্কার জানালেন, অন্যদিকে ছয় দফা দাবি নিয়ে যেহাদ ঘোষণা করলেন, যেগুলো থেকে সকলে বঞ্চিত হচ্ছেন, এবং ত্রিরিশ তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যবাসী কর্মসূচিও ঘোষণা করলেন।
তাহাদের দাবী গুলো হল..
অবিলম্বে বকেয়া ছত্রিশ শাতাংশ মহার্ঘ ভাতা/ মহার্ঘ রিলিফ প্রদান করতে হবে।
অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সরকারি স্বাস্থ্য প্রকল্পে চিকিৎসা ব্যয় ফেরতের জটিলতা নিরসন করতে হবে, এবং সমস্ত চিকিৎসায় ক্যাশলেস করা সাপেক্ষ, ৫ লক্ষ্য টাকা পর্যন্ত অবিলম্বে ক্যাশলেস করতে হবে।
নয়া পেনশন ব্যবস্থা বাতিল করে সর্বত্র বিধিবদ্ধ পেনশন ব্যবস্থা চালু করতে হবে, সকল ষাটোর্ধ্ব নাগরিকদের।
নাগরিকদের রেল যাত্রার ক্ষেত্রে পূর্বের ন্যায় কনশেসন চালু করতে হবে।
বেকার যুবক যুবতীদের স্বচ্ছতার সাথে শূন্যপদে স্থানী নিয়োগ করতে হবে।
চুক্তি ভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে।
এই সকল বিষয় নিয়েই আজকের সমাবেশ, ও ধিক্কার এবং ডেপুটেশন।