ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জীবনে আসা মুখোশধারী মানুষদের নিয়ে মুখ খুললেন কৌশানী

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৮ বার পড়া হয়েছে

ছবি অনলাইন সংগৃহীত

বিনোদন ডেস্ক

নিজের জীবনে আসা ‘মুখোশধারী মানুষদের’ নিয়ে মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি। নতুন সিনেমা ‘বহুরূপী’-র মিউজিক লঞ্চ ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিগত বিষয় শেয়ার করেন অভিনেত্রী।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) মিউজিক লঞ্চ ইভেন্টে কৌশানিকে প্রশ্ন করা হয়, আশেপাশে থাকা মুখোশধারী মানুষদের চিনতে পারেন কি না?

এমন প্রশ্নের উত্তরে কৌশানি বলেন, , ‘আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হত। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি, কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি।’

এরপরই আফসোস করে কৌশানি বলেন, আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মত ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দেই। এটাই আমার প্রকৃতি, সবারই না অনেকগুলো মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়ত অনেক বড় জায়গা যেতে পারতাম। এখন এই মুখোশধারীদের চেনার প্রসেসে আছি।

কৌশানি আরও বলেন, সত্যি কথা বলে ফেলি বলে আমার বদনামও রয়েছে ইন্ডাস্ট্রিতে। ‘আবার প্রলয়’-র পর আমি প্রায় ৮ মাস কিছু কাজ করিনি। এজন্য শোবিজে অনেকে ছড়িয়েছেন, আমি নাকি কাজ পাচ্ছি না। যাইহোক ‘আবার প্রলয়’ আমার জন্য খুব বিশেষ ছিল, এখন‘বহুরূপী’।’

নিউজটি শেয়ার করুন

জীবনে আসা মুখোশধারী মানুষদের নিয়ে মুখ খুললেন কৌশানী

আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক

নিজের জীবনে আসা ‘মুখোশধারী মানুষদের’ নিয়ে মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি। নতুন সিনেমা ‘বহুরূপী’-র মিউজিক লঞ্চ ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিগত বিষয় শেয়ার করেন অভিনেত্রী।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) মিউজিক লঞ্চ ইভেন্টে কৌশানিকে প্রশ্ন করা হয়, আশেপাশে থাকা মুখোশধারী মানুষদের চিনতে পারেন কি না?

এমন প্রশ্নের উত্তরে কৌশানি বলেন, , ‘আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হত। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি, কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি।’

এরপরই আফসোস করে কৌশানি বলেন, আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মত ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দেই। এটাই আমার প্রকৃতি, সবারই না অনেকগুলো মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়ত অনেক বড় জায়গা যেতে পারতাম। এখন এই মুখোশধারীদের চেনার প্রসেসে আছি।

কৌশানি আরও বলেন, সত্যি কথা বলে ফেলি বলে আমার বদনামও রয়েছে ইন্ডাস্ট্রিতে। ‘আবার প্রলয়’-র পর আমি প্রায় ৮ মাস কিছু কাজ করিনি। এজন্য শোবিজে অনেকে ছড়িয়েছেন, আমি নাকি কাজ পাচ্ছি না। যাইহোক ‘আবার প্রলয়’ আমার জন্য খুব বিশেষ ছিল, এখন‘বহুরূপী’।’