চট্টগ্রামে দখলবাজি নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

- আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় টার্ফের দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে বিকেল ৫টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি টার্ফের খেলার স্থান দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের দুপক্ষ সংঘর্ষে জড়ায়।
এ সময় জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে একজনসহ দুইজন গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের।
নিহত জুবায়ের উদ্দিন বাবু চান্দগাঁও থানাধীন চাইল্যাতলি কাজীরপোলের পশ্চিমের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া।
তিনি বলেন, ‘পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় ছাত্রদলের দুপক্ষের মধ্যে। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু নামে একজনের মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’/