স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে, শ্রমিক-কৃষকদের জমায়েত ও প্রতিবাদ মিছিল

- আপডেট সময় : ১০:৪০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১০০ বার পড়া হয়েছে
সমরেশ রায়-শম্পা দাস, কলকাতা
কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে, এ আই কে এস, এ আই এ ডাব্লিউ ইউ, সি আই টি ইউ এর ডাকে, শ্রমিক কৃষক ও ক্ষেতমজুরদের বিশাল জমায়েত ও প্রতিবাদ মিছিল, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত।
এই মিছিলে উপস্থিত ছিলেন কমরেড অনাদি সাউ, কমরেড সুভাষ মুখার্জি সহ অন্যান্যরা।
বিভিন্ন জেলার কলকারখানার শ্রমিক থেকে শুরু করে কৃষক ও ক্ষেতমজুরেরা এই মিছিলে উপস্থিত হন এবং পায়ে পা মেলান, প্রতিবাদে গর্জে উঠেন। এবং স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অবিলম্বে পদত্যাগ চাই, পুলিশ কমিশনারের শাস্তি চাই।
প্রায় চার থেকে পাঁচ হাজার কৃষক শ্রমিক ও ক্ষেতমজুরেরা একটাই প্রতিবাদ করেন উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আর জি করের দোষীদের বিচার চাই।
এই বিশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে বিধান সরণি রোড ধরে বিবেকানন্দ রোড হয়ে সেন্টারে পৌঁছান এবং সেন্ট্রাল ধরে তারা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে শেষ করেন এবং বিক্ষোভ দেখান। সকলে স্লোগান দিতে থাকেন, পুলিশদের দিকে আঙ্গুল দেখিয়ে, পুলিশ তোমার মেয়েও হচ্ছে বড়, আর জি করের মাথা ধরো, আজ এক মাসের উপর হয়ে গেল এখনো দোষীরা শাস্তি পেল না ও ধরা পরলো না।যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী পদত্যাগ করছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।
আমাদের দাবি, ধর্ষণ ও খুনের তথ্য প্রমাণ লোপাট সহ, আরজি করে হামলার জন্য দায়ী অপদার্থ পুলিশ কমিশনারের পদত্যাগ চাই।
স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি খুন ধর্ষণের জন্য দায়ী, স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই।
রাজ্য পুলিশের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার কমরেড কলতান দাশগুপ্তের দ্রুত নিঃশর্তে মুক্তি চাই।
কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের হেনস্তা ও যৌন হয়রানির বিরুদ্ধে, ২০১৩ সালের আইন প্রয়োগ করতে হবে।
সমস্ত দোষী পুলিশ অফিসারদের শাস্তি চাই।
১৪ই আগস্ট যারা আরজি করে হামলা চালিয়েছে তাদের সনাক্ত করে শাস্তি দিতে হবে।
মহামান্য সুপ্রিম কোর্ট জানো দোষীদের ন্যায় বিচার করেন, শাস্তি দেন।
দোষীদের কেন আড়াল করা হচ্ছে মুখ্যমন্ত্রী জবাব দাও। কোনরকম বদলি নয় দোষীদের শাস্তি চাই।।
সমরেশ রায়-শম্পা দাস, কলকাতা