ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো চা দোকানীর

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নিজ চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৮) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শাহিন ওই গ্রামের ওমর মৃত আতর আলী ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শাহিন মিয়া শনিবার সকাল পৌনে ৯ টার দিকে দোকানে চা বানানোর জন্য চুলায় সেট করে রাখা মিনি বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এ সময় অসাবধানতাবশত ছেড়া তার হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারে ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো চা দোকানীর

আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নিজ চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৮) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শাহিন ওই গ্রামের ওমর মৃত আতর আলী ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শাহিন মিয়া শনিবার সকাল পৌনে ৯ টার দিকে দোকানে চা বানানোর জন্য চুলায় সেট করে রাখা মিনি বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এ সময় অসাবধানতাবশত ছেড়া তার হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারে ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।