লালমনিরহাট জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১১১ বার পড়া হয়েছে
রবিউল ইসলাম, লালমনিরহাট সদর
লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ২২ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ৮:০০ ঘটিকায় কিট প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম ।
পুলিশ সুপার মহোদয় উক্ত সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে প্যারেডে অংশগ্রহণকারীদের কিট সামগ্রী পরিদর্শন করেন। এবং দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সমসাময়িক বিষয় সংক্রান্তে বক্তব্য প্রদান করেন।
উক্ত প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, এ কে এম ফজলুল হক, এ সার্কেল এছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, মোহাম্মদ আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট, অফিসার ইনচার্জ, সদর, ডিবি, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআইসহ অন্যান্য পদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।