ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নৌ ও পাট মন্ত্রণালয়ে সাগর চুরি নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি: উপদেষ্টা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৮ বার পড়া হয়েছে

নৌ ও পাট মন্ত্রণালয়ে সাগর চুরি নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি: উপদেষ্টা। ছবি অনলাইন সংগৃহীত

স্টাফ রিপোর্টার

পাহাড়ে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ-বেদনা বুঝে, শান্তি বজায়ে সৌহার্দ্য স্থাপনে সবপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি ব‌লেন, ‘আমি দুটি মন্ত্রণাল‌য়ের দায়িত্বে আছি। এই মন্ত্রণালয়গুলোতে ব্যাপক চুরি হয়েছে। এটা‌কে সাগর চু‌রি বলা যায় না, হ‌য়ে‌ছে প্রশান্ত মহাসাগর চু‌রি।

গত ১৫ বছর যে সরকার ছি‌ল তারা পু‌রো সি‌স্টেম করাপ্ট ক‌রে ফেল‌ছে। এখান থে‌কে বের হ‌য়ে আসা খুবই কঠিন। কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো সি‌স্টেম নাই যে করাপ্ট করা হয়‌নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ ক‌রে ফেলা হ‌য়ে‌ছে। অল‌মোস্ট ফি‌নিশ, আমরা চেষ্টা কর‌ছি এগু‌লো ঠিক করার। ত‌বে এটা দুই অথবা তিন বছ‌রে ঠিক করা সম্ভব না। সরকা‌রি পাটকল একটাও চল‌ছে না, আমরা চেষ্টা কর‌ছি সেগু‌লো লিজ দি‌য়ে চালু করার। সরকা‌রের পক্ষে ব‌্যবসা করা সম্ভব না।’

সাখাওয়াত হো‌সেন ব‌লেন, নৌ মন্ত্রণালয়ের কিছু কিছু প্রজেক্ট আছে, অনেকে জা‌নেই না কেন হ‌য়ে‌ছে এই প্রজেক্ট। এগু‌লো দেশবাসীর সহায়তা ছাড়া ঠিক করা সম্ভব না। একটা লোক‌কে ধ‌র‌লে এখন এক হাজার কো‌টি টাকা, একটা লো‌কের ৩৬০‌টি বা‌ড়ি, দুদিন আগে কি ছি‌ল, আর এখন হ‌য়ে গে‌ছে হাজার হাজার কো‌টি টাকার মা‌লিক। এটাই জা‌তির জন‌্য বড় সমস‌্যা। দুর্নীতি দমন কর‌তে হ‌বে, এটাই আমা‌দের কা‌ছে এখন বড় চ‌্যা‌লেঞ্জ।

পাহাড়ে সংঘর্ষ নিয়ে উপ‌দেষ্টা ব‌লেন, আই‌নের ম‌ধ্যে সবাইকে চল‌তে হ‌বে। আইনভঙ্গকারী‌দের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত। পাহা‌ড়ে সব সময় সমস‌্যা ছি‌ল। সেখ‌নে বাঙালি অবাঙালি ছাড়াও ১৩ থেকে ১৪‌টি কমিউ‌নি‌টি আ‌ছে, কেউ ছোট বা কেউ বড়। তা‌দের ম‌ধ্যে সৌহার্দ্যের ব‌্যাপার ‌আছে। সৌহার্দ‌্য বজায় রাখ‌তে হ‌লে অপাহাড়ি যারা আছে তা‌দের বুঝ‌তে হ‌বে পাহা‌ড়ি‌দের দুঃখ ও বেদনা। এই সৌহার্দ‌্য বাড়া‌তে হ‌বে। কেউ যা‌তে ইন্ধন যোগা‌তে না পা‌রে সে‌দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে। সম্প্রী‌তি বজায় না রাখ‌লে সবারই ক্ষ‌তি।

পরে সড়ক পথে বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন তিনি। পায়রা বন্দরের কার্যক্রম পরিদর্শন করে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

নৌ ও পাট মন্ত্রণালয়ে সাগর চুরি নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি: উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

পাহাড়ে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ-বেদনা বুঝে, শান্তি বজায়ে সৌহার্দ্য স্থাপনে সবপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি ব‌লেন, ‘আমি দুটি মন্ত্রণাল‌য়ের দায়িত্বে আছি। এই মন্ত্রণালয়গুলোতে ব্যাপক চুরি হয়েছে। এটা‌কে সাগর চু‌রি বলা যায় না, হ‌য়ে‌ছে প্রশান্ত মহাসাগর চু‌রি।

গত ১৫ বছর যে সরকার ছি‌ল তারা পু‌রো সি‌স্টেম করাপ্ট ক‌রে ফেল‌ছে। এখান থে‌কে বের হ‌য়ে আসা খুবই কঠিন। কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো সি‌স্টেম নাই যে করাপ্ট করা হয়‌নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ ক‌রে ফেলা হ‌য়ে‌ছে। অল‌মোস্ট ফি‌নিশ, আমরা চেষ্টা কর‌ছি এগু‌লো ঠিক করার। ত‌বে এটা দুই অথবা তিন বছ‌রে ঠিক করা সম্ভব না। সরকা‌রি পাটকল একটাও চল‌ছে না, আমরা চেষ্টা কর‌ছি সেগু‌লো লিজ দি‌য়ে চালু করার। সরকা‌রের পক্ষে ব‌্যবসা করা সম্ভব না।’

সাখাওয়াত হো‌সেন ব‌লেন, নৌ মন্ত্রণালয়ের কিছু কিছু প্রজেক্ট আছে, অনেকে জা‌নেই না কেন হ‌য়ে‌ছে এই প্রজেক্ট। এগু‌লো দেশবাসীর সহায়তা ছাড়া ঠিক করা সম্ভব না। একটা লোক‌কে ধ‌র‌লে এখন এক হাজার কো‌টি টাকা, একটা লো‌কের ৩৬০‌টি বা‌ড়ি, দুদিন আগে কি ছি‌ল, আর এখন হ‌য়ে গে‌ছে হাজার হাজার কো‌টি টাকার মা‌লিক। এটাই জা‌তির জন‌্য বড় সমস‌্যা। দুর্নীতি দমন কর‌তে হ‌বে, এটাই আমা‌দের কা‌ছে এখন বড় চ‌্যা‌লেঞ্জ।

পাহাড়ে সংঘর্ষ নিয়ে উপ‌দেষ্টা ব‌লেন, আই‌নের ম‌ধ্যে সবাইকে চল‌তে হ‌বে। আইনভঙ্গকারী‌দের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত। পাহা‌ড়ে সব সময় সমস‌্যা ছি‌ল। সেখ‌নে বাঙালি অবাঙালি ছাড়াও ১৩ থেকে ১৪‌টি কমিউ‌নি‌টি আ‌ছে, কেউ ছোট বা কেউ বড়। তা‌দের ম‌ধ্যে সৌহার্দ্যের ব‌্যাপার ‌আছে। সৌহার্দ‌্য বজায় রাখ‌তে হ‌লে অপাহাড়ি যারা আছে তা‌দের বুঝ‌তে হ‌বে পাহা‌ড়ি‌দের দুঃখ ও বেদনা। এই সৌহার্দ‌্য বাড়া‌তে হ‌বে। কেউ যা‌তে ইন্ধন যোগা‌তে না পা‌রে সে‌দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে। সম্প্রী‌তি বজায় না রাখ‌লে সবারই ক্ষ‌তি।

পরে সড়ক পথে বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন তিনি। পায়রা বন্দরের কার্যক্রম পরিদর্শন করে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।